চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

| আপডেট :  ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৯  | প্রকাশিত :  ২৮ মার্চ ২০২৫, ০৫:৫৯

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে এ জনপদের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।  

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।  

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ইনচার্জ জামিনুর রহমান জানান, আবহাওয়া পর্যবেক্ষণে দেখা গেছে, বৃহস্পতিবার এ অঞ্চলে মৃদৃ তাপপ্রবাহ ছিল। আজ থেকে শুরু হয়েছে মাঝারি তাপগ্রবাহ। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। তারপর একটু কমবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

চলমান তাপপ্রবাহে সবচেয়ে কষ্টে পড়েছে খেটে খাওয়া দিনমজুর, রিকশা-ভ্যানচালক ও কৃষকরা। তীব্র রোদে মাঠে টিকতে পারছেন না কৃষক ও দিনমজুর। আর রিকশাভ্যান চালকরা রাস্তায় রোদে পুড়ছেন।

ধানচাষি রাসেল বলেন, বোরোর ভরা মৌসুমে তীব্র খরা। প্রতিদিন ধানে সেচ দিতে হচ্ছে। বৃষ্টি নেই। সেচ না দিলে ফলন হবে না। ডিজেলের দাম বেশি। খুব বিপদে আছি।

ভ্যানচালক বাদশা বলেন, সকালে একটু ভাড়া হচ্ছে। এরপর রোদ উঠলে আর ভাড়া মারা যাচ্ছে না। সামনে ঈদ, পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।

দিনমজুর পিন্টু মিয়া বলেন, রোদে মাঠে দাঁড়ানো যাচ্ছে না। একটু কাজ করছি আবার গাছের নিচে এসে জিরিয়ে নিচ্ছি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত