কুড়িগ্রামের ৩টি গ্রামে আগামীকাল ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরের তিনটি গ্রামে আগামীকাল রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (২৯ মার্চ) রাতে এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মমিনুল ইসলাম।
তিনি বলেন, আগামীকাল সকালে রৌমারীর শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়ায় এবং চররাজিবপুরের সদর ইউনিয়নের পূর্ব করাতিপাড়া ও টোকমাথা গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন।
রৌমারী উপজেলার গয়টাপাড়া গ্রাম জামে মসজিদের ইমাম নজির হোসেন বলেন, আগামীকাল ঈদের জামাতে ইমামতি ও খুতবা পাঠ করবেন মাওলানা মো. রিয়াজুল হক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের মুসল্লিরা ঈদ উদযাপন করে আসছেন। এরই ধারাবাহিকতায় কাল ঈদের নামাজ আদায় করবেন স্থানীয় মুসল্লিরা।
সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম কালবেলাকে বলেন, সৌদির সঙ্গে মিল রেখে কাল রোববার সকাল সাড়ে ৯টায় ঈদ উদযাপন করবেন স্থানীয় মুসল্লিরা। এজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করেন এবং রোজা রাখেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত