শেখ হাসিনা ছাত্রলীগকে ‘সন্ত্রাসী বাহিনীতে’ পরিণত করেছিলেন : টুকু
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগকে ‘সন্ত্রাসী বাহিনীতে’ পরিণত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ছাত্রলীগের ওপরে কোনো সন্ত্রাস ছিল না ফ্যাসিস্ট হাসিনার আমলে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গীয় সাহিত্য সভা’ আয়োজিত ‘ছাত্রলীগ ও সন্ত্রাসের রাজনীতি’- শীর্ষক আলোচনা সভায় টুকু এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন সময় বিএনপি, ছাত্র সংগঠনগুলো এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, তাদের বারবার সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে। যে ছাত্রলীগের হাতে মানুষের মৃত্যু হয়েছে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, আওয়ামী লীগের গুণ্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আওয়ামী লীগ এবং তাদের নেতাদের গুণ্ডামিতে দেশ অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সাড়ে ১৫ বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি এমন রাজনৈতিক দল- যারা জনগণের কথা বলে, জনগণের জন্য রাজপথে ছিল, আগামীতেও থাকবে।
দেশে ফ্যাসিবাদী শাসনের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে- সেই প্রত্যয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা যদি কোনো অপরাধীকে দেখেন, তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্যই এ কথা বলছি। শেখ হাসিনা পালিয়ে গেলেও প্রতিটি মুহূর্তে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। এটা নিয়ে আমাদের হেলাফেলা করলে চলবে না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে দেশবাসী জুলাই বিপ্লবের সুফল ভোগ করতে পারবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন সফল হয়েছে। দেশের সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেশের। বিগত আওয়ামী সরকার জাতীয় মর্যাদা ভূলুন্ঠিত করে ভারতকে প্রাধান্য দিতো। এ ধরনের অনৈতিক কাজ বন্ধ করতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সাধারণ মানুষের ধৈর্যের বাধ ভেঙে যাচ্ছে। সরকারের উচিত, সর্বপ্রথম নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো। মানুষ এখন চাল, ডাল, তরকারি থেকে শুরু করে নিত্যপণ্য কিনতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জুলাই বিপ্লবের অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করতে দেশের শত্রুরা বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন নস্যাৎ করা হয়েছিল, ঠিক একই কায়দায় জুলাই বিপ্লবের চেতনাকেও নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্যরা বক্তব্য রাখেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত