কালবেলায় প্রতিবেদনের পর জাতীয় গ্রন্থকেন্দ্রে দুদকের অভিযান

| আপডেট :  ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৪  | প্রকাশিত :  ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৪

বিভিন্ন অনিয়মের অভিযোগে জাতীয় গ্রন্থকেন্দ্রে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মঙ্গলবার (০৮ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার একটি দল এ অভিযান পরিচালনা করছে। অভিযানের নেতৃত্বে রয়েছেন দুদকের সহকারী পরিচালক 
রাজু আহমেদ। 

এর আগে গত ৭ এপ্রিল দৈনিক কালবেলা ‘শেখ পরিবারের বন্দনার ১১ হাজার বই কেনা হয় এক বছরেই’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জাতীয় গ্রন্থকেন্দ্র কেন্দ্র থেকে সারা দেশের বেসরকারি গ্রন্থাগারের দেওয়া অনুদানের বইয়ে ব্যাপক অনিয়মের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। 

এরপর সেই অভিযোগটি আমলে নিয়ে আজ দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১.২০ মিনিটে জাতীয় গ্রন্থকেন্দ্রে দুদকের অভিযান চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত