সাভারে গুলি ছুড়ে ট্রলার ছিনতাই

| আপডেট :  ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৮  | প্রকাশিত :  ১০ এপ্রিল ২০২৫, ০১:৪৮

সাভারে চাঁদা না পেয়ে দুষ্কৃতিকারীরা গুলি ছুড়ে দুটি ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের কাতলাপুর এলাকার কর্ণপাড়া মিলনঘাটটি দীর্ঘদিন ধরে সাভার পৌরসভা ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পরিচালনা করে আসছেন। সম্প্রতি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ফুডনগর মোল্লাপাড়ার অন্তর খান (২৬), মোর্শেদ খান (২৫), মোশাররফ খান (২৮), হৃদয় (২৫), রনি খানসহ (৪২) অজ্ঞাতনামা ১০-১২ জন ঘাট পরিচালনায় বাঁধা দিয়ে কামরুলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে পুনরায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে মিলনঘাটে এসে দুষ্কৃতিকারীরা চাঁদা দাবি করলে কামরুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কামরুলকে মারধর করেন। একপর্যায়ে অন্তর খান পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়েন এবং দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে চলে যান।

কামরুল ইসলামের ছেলে হেদায়েত উল্লাহ বলেন, আজ বিকেল সাড়ে ৬ টার দিকে হঠাৎ করে নৌকায় করে অস্ত্রসহ তারা খেয়া ঘাটে আসে। অন্তর ৩ রাউন্ড গুলি করে। আমাকেসহ কয়েকজনকে মারধর করে দুইটা ইঞ্জিন চালিত নৌকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুবকর সরকার বলেন, মিলন ঘাটটি এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি। ইজারা দেওয়ার কার্যক্রম এখনো চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিঞা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে তবে গুলি করার শব্দ কেউ শুনেছে এমন সাক্ষ্য প্রমাণ এখনো পাইনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত