নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা, স্বামী পলাতক

| আপডেট :  ২০ এপ্রিল ২০২৫, ০১:১০  | প্রকাশিত :  ২০ এপ্রিল ২০২৫, ০১:১০

ঢাকা সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে মোছা. রোকসানা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার আলামত নষ্ট করতে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন নিহতের স্বামী বাবুল আক্তার।

রোববার (২০ এপ্রিল) সকালে আশুলিয়া থানাধীন টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পোশাক শ্রমিকের অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, সকালে রোকসানাদের ঘর থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী উঠতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দগ্ধ অবস্থায় রোকসানাকে দেখতে পান। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, নিহত রোকসানা আক্তার ও তার স্বামী বাবুল আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে কালাম মাদবরের বাসায় ভাড়া থেকে একটি স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী বাবুল আক্তার প্রথমে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পরে আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা করছে পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত