উত্থাপিত অভিযোগ অসত্য ও ভিত্তিহীন : এমজিআই

| আপডেট :  ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫০  | প্রকাশিত :  ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫০

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে শিল্পগোষ্ঠীটি। বিবৃতিতে তারা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এমজিআই জানিয়েছে, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আমাদের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশে কিছু সংবাদমাধ্যমের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন আমাদের নজরে এসেছে। এমজিআইয়ের পক্ষ থেকে আমরা এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। যে কোনো দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে আমাদের বিষয়ে প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার বিষয়টি প্রমাণিত হবে। 

বিবৃতিতে বলা হয়, আমরা কঠোরভাবে অভ্যন্তরীণ শাসনব্যবস্থা অনুসরণ করি এবং আমাদের কার্যক্রমের নিয়মিত নিরীক্ষা বা অডিট হয়। তাই আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, নিরপেক্ষ তদন্তে আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পাওয়া যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন আইএফসি, ডিইজি, এফএমও এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে ঋণ চুক্তি আমাদের স্বচ্ছতা ও নৈতিকতার প্রমাণ। এসব প্রতিষ্ঠান কঠোর নীতি মেনে চলে, যা এমজিআই-ও সর্বদা পালন করে। 

শিল্পগোষ্ঠীটি আরও বলেছে, প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বিশ্বাস, কিছু অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য এই শিল্পগোষ্ঠীকে অস্থিতিশীল করা। আমরা গণমাধ্যম ও অংশীজনদের গুজবের পরিবর্তে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতার অনুরোধ জানাচ্ছি। 

এমজিআই তাদের সহযোগী, অংশীদার, বিনিয়োগকারী, সরকার এবং দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেছে, এই আস্থা তাদের সততার সঙ্গে জাতীয় উন্নয়নে কাজ করতে উৎসাহিত করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত