সমমনা দলগুলোর সঙ্গে ইসলামী আন্দোলনের রাজনৈতিক সংলাপ বুধবার
সমমনা রাজনৈতিক দলসমূহের সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক সংলাপ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিসের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে। একইদিন দুপুর ২টায় গণঅধিকার পরিষদের সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত উভয় সংলাপ বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। প্রতিনিধি দলে মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদসহ দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কারকে মুখ্য বিবেচনা করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে। নির্বাচনে ইসলামপন্থিদের আসনভিত্তিক একক প্রার্থী দেওয়া এবং নারী কমিশনের বিতর্কিত সুপারিশ নিয়ে করণীয় নির্ধারণসহ সাম্প্রতিক বিষয়াবলী সংলাপের আলোচ্যসূচি হিসেবে থাকবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত