‘খাল খননের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়া প্রথম সংস্কার শুরু করেন’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার শুরু করেন। বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সকল খানকে খনন করে জীবিত করা হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্টকাঠামো মেরামতের লক্ষে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, তিস্তার পানি কখনো কম কখনো বেশি। এটিকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আসলে বন্যার ভয়াবহতা থেকে মানুষ রক্ষা পাবে, পাশাপাশি কৃষকও সময়মতো তার প্রয়োজনে পানি পাবে। কৃষক শুষ্ক মৌসুমে যেন এই পানি ব্যবহার করতে পারে বিএনপি উদ্যোগ নেবে।
তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি, সংখ্যালঘু কোনো পরিচয় নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের মানুষ দলের পদ পদবী পাবে।
লালমনিরহাটের বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের এক প্রশ্নে মুক্তিযোদ্ধাদের সুরক্ষা আইন বিষয়ে তারেক রহমান বলেন, সংবিধানের এক্সপার্টদের সঙ্গে কথা বলে আমরাও সুরক্ষা আইন করার চিন্তাভাবনা করব। বাংলাদেশ ল্যান্ডের দিকে ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে অনেক বড়।
লালমনিরহাট মহিলা দলের সভানেত্রী জিন্নাত ফেরদৌসী আরা রুজির এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক নারীর নামে ফ্যামিলি কার্ড হবে। রাষ্ট্রীয়ভাবে নারীর নামে কার্ড হলে সে নারী পরিবারের কাছে সম্মানিত হবেন।
প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলি প্রমুখ উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত