‘শারীরিকভাবে আঘাত করার রাজনীতি থেকে বেরিয়ে আসুন’
সমালোচনায় কঠোর ভাষা ব্যবহার করুন কিন্তু শারীরিকভাবে কাউকে আঘাত করার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (১৪ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেন, ‘আজ মাহফুজকে বোতল ছুঁড়ে মারা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সমালোচনায় কঠোর ভাষা ব্যবহার করুন কিন্তু শারীরিকভাবে কাউকে আঘাত করার রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।’
এর আগে বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের তিন দফা দাবিতে আন্দোলনের বিষয়ে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্য থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। এমন সময় কথা শেষ না করেই সেই জায়গা থেকে চলে যান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত