ইসরায়েলকে ছাড় দিয়ে ইরানকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র, অভিযোগ আরঘচির
ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেছেন, ট্রাম্প ‘বাস্তবতা বিকৃত’ করছেন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছেন। খবর শাফাক নিউজের।
মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও অর্থনৈতিক নেটওয়ার্কে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ইরান ‘সন্ত্রাসে অর্থায়ন’ এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনকে অস্থিতিশীল করতে অর্থ ব্যয় করছে এবং সেটি বন্ধ করা হবে।
এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘এই বক্তব্য মিথ্যাচারে ভরপুর। ইরানের অর্থনৈতিক দুরবস্থার জন্য মূলত যুক্তরাষ্ট্রই দায়ী। তারা বহু বছর ধরে নিষেধাজ্ঞা ও নানা চাপ প্রয়োগ করে আমাদের অগ্রগতি ব্যাহত করেছে।’
গাজার পরিস্থিতির প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র তেলআবিবের আগ্রাসনকে উপেক্ষা করে ইরানকেই হুমকি হিসেবে তুলে ধরছে। এটি ইচ্ছাকৃতভাবে সত্যকে বিকৃত করার চেষ্টা।
এদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ ট্রাম্পের মন্তব্যকে ‘ভ্রমপ্রসূ’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ট্রাম্প বরং নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার দিকে নজর দেওয়া উচিত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ইরান কখনো মাথা নত করবে না। যুদ্ধ চায় না ইরান, তবে আত্মসমর্পণও নয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত