সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেপ্তার

| আপডেট :  ১৬ মে ২০২৫, ০৮:০৩  | প্রকাশিত :  ১৬ মে ২০২৫, ০৮:০৩

সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ফয়সাল আহম্মেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) রাতে সাভারের ভাকুর্তা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার ফয়সাল আহম্মেদ মশুরিখোলা এলাকার বাসিন্দা মো. সালাউদ্দিনের ছেলে।

সাভার থানার ওসি জুয়েল মিঞা বলেন, ফয়সাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গত বছরের ৫ আগস্ট দায়ের করা এক মামলায় তার নাম এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ ছিল। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত