শেষবারের মতো সতর্ক, ক্ষমা চাইলেন শামীম

| আপডেট :  ১৬ মে ২০২৫, ১০:৫৩  | প্রকাশিত :  ১৬ মে ২০২৫, ১০:৫৩

বেশ কিছুদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের সূত্র ধরে শুরু হয় এই বিতর্ক, যার রেশ গিয়ে পৌঁছায় অভিনয় শিল্পী সংঘ পর্যন্ত। এ ঘটনায় শামীমকে সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের দায়ে শেষবারের মতো সতর্ক করেছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগে বিতর্ক শুরু হয়, যেখানে তিনি শামীমের বিরুদ্ধে গালিগালাজ ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ আনেন। এই অভিযোগের পর ইন্ডাস্ট্রির আরও কয়েকজন নারী অভিনয় শিল্পী শামীমের আচরণের বিষয়ে মুখ খোলেন। বিষয়টি গুরুত্ব পায় অভিনয় শিল্পী সংঘেও। পরে সংগঠনটির মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে আলোচনা হয় এবং বিষয়টির একটি আপাত সমাধান হয়। আলোচনার প্রেক্ষিতে শামীম হাসান সরকার তার আচরণের জন্য ক্ষমা চান।

বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে শামীমকে বলতে শোনা যায় : “অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। আমি বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছে এবং তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার ভুলের জন্য লজ্জিত।”

তিনি আরও বলেন, “হয়তো আমি আরও অনেককে কষ্ট দিয়ে থাকতে পারি। এজন্য সব নারী সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করছি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি, যা বলা উচিত হয়নি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- এমন আচরণ আর কখনো করব না। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেলে অনুরোধ করব, আমাকে ক্ষমা করবেন।”

অভিনয় শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, যেহেতু শামীম তাদের সদস্য, তাই সংগঠনের শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তার সদস্যপদ বাতিল করা হবে বলেও জানানো হয়।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত