এল ক্লাসিকোর আগে রিয়ালকে ইয়ামালের সতর্কবার্তা
আর মাত্র দুই দিন পরেই ফুটবল বিশ্বের অন্যতম সেরা লড়াই এল ক্লাসিকোতে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবলের পরম আকাঙ্খিত এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে দুই দলই। রিয়াল যেমন বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৫-২ গোলে তেমনি বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বার্সা। আর ৯ বছর পর বায়ার্নকে হারানোর পর বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে সতর্কবার্তা দিয়েছেন।
সেভিয়া এবং বায়ার্নের বিপক্ষে সর্বমোট ৯টি গোল করে বার্সা তাদের সাম্প্রতিক ফর্মে জ্বলে উঠেছে। গত রোববার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৫ গোল করার পর, ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় বায়ার্নকেও ৪-১ গোলে হারিয়েছে কাতালান জায়ান্টরা।
এবার তাদের সামনে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই। শনিবার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে বার্সা-রিয়াল, যেখানে বার্সেলোনা তাদের সাম্প্রতিক ফর্মে আত্মবিশ্বাসে ভরপুর।
এল ক্লাসিকোর আগে ইয়ামাল বলেন, ‘এই ম্যাচের (এল ক্লাসিকো) আগেই আমরা নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমরা মনে করি আমরাই বিশ্বের সেরা দল, এবং আমরা সেটাই প্রমাণ করছি। আমরা পুরো শক্তি দিয়ে খেলব এবং সেরা দলই জিতবে।’
ইয়ামাল আরও যোগ করেন, ‘বায়ার্নের বিপক্ষে ৪-১ গোলের জয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে এমন একটি সপ্তাহে। আমরা এই মৌসুমে দুর্দান্ত খেলছি, তবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সবসময় উদ্বেগ থাকে। আমরা অসাধারণ দল এবং সেটা প্রমাণ করেছি।’
বার্সেলোনা বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ১০ ম্যাচে ২৭ পয়েন্ট অর্জন করে তারা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের থেকে ৩ পয়েন্টে এগিয়ে আছে। অন্যদিকে, রিয়াল এখনও কোনো পরাজয় স্বীকার করেনি এবং তাদের দলে নতুন সংযোজন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।
এবার দেখার অপেক্ষা, কে এগিয়ে থাকবে এল ক্লাসিকোর মহারণে এমবাপ্পের রিয়াল নাকি ইয়ামালের বার্সা?
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত