লাকসামে একযোগে ৯ খালে পরিষ্কার অভিযান
জলাবদ্ধতা দূরীকরণে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পৌরসভার সমন্বয়ে একযোগে ৯টি খাল পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ৮ ইউনিয়ন এবং পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণ, দূষণমুক্ত পরিবেশ, পানিপ্রবাহ চলমান রাখা ও সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে।
পৌরসভার ৮ হাজার ৯০০ মিটার দীর্ঘ ৯টি খালে কার্যক্রমে স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশ নেন।
শনিবার (১৭ মে) সকালে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন। এমন কার্যক্রমকে বেশ খুশি লাকসামবাসী।
খালগুলো হলো- গোবিন্দপুর বাজার থেকে মোহাম্মদপুর পর্যন্ত খাল (ডাকাতিয়া নদীর সংযোগমুখ), কান্দিরপাড়ের আমুদা দিঘিরপাড় থেকে ইরুয়াইন পর্যন্ত খাল, উধুইর খাল থেকে ফুলুয়া ব্রিজ পর্যন্ত, জনার্দ্দনপুর থেকে মাওলানা সাহেবের বাজার পর্যন্ত, মুদাফরগঞ্জ বাজার থেকে জগন্নাথপুর ব্রিজ পর্যন্ত, পূর্ব সাহেবপাড়া খাল, উত্তরদা ইউনিয়নের সামনের খাল, আজগরা বাজারের পশ্চিম পার্শ্ব থেকে কালিয়াচোঁ (কুমিল্লা-নোয়াখালী হাইওয়ে) পর্যন্ত খাল এবং ফতেপুর খাল, যার নাব্যতা পুনরুদ্ধারে বিডি ক্লিনের সহায়তায় প্রতিবন্ধকতা অপসারণের কাজ শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, খালগুলোর স্থায়ী রক্ষণাবেক্ষণ এবং জলাবদ্ধতা নিরসনে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খালগুলো পরিষ্কার ও পানিপ্রবাহ না থাকায় গতবারের বন্যায় লাকসামের অনেক ক্ষতি হয়েছে। গৃহস্থালির বর্জ্যে খালগুলো দূষণ হয়েছে। সচেতনতা বাড়াতে জন-অংশগ্রহণে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খাল নদী দখল-দূষণ বরদাস্ত করা হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত