সিলেটে মাদকসহ আটক ৩
হবিগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯। এ সময় মাদক পাচার কাজে ব্যবহার করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।
বিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বড়ধলীয়া গ্রামের তেমুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক হওয়ারা হলেন নরসিংদী জেলার বিলাসদী গ্রামের ওসমান ভূইয়ার ছেলে মো. মাহফুজ ভূইয়া (২৯) এবং শফি মোল্লার ছেলে মো. সোহাগ (২৮)। এ ছাড়া অপর আরেকটি অভিযানে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন। এই সময় ১টি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। আটক হুসেন আল বাদশা (৩৬) হবিগঞ্জের চুনারুঘাট থানার গণকিরপাড় গ্রামের মৃত আ. মতলিবের ছেলে।
আটক হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের পূর্বক ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত