নিউমার্কেটে অর্থজারি মামলার পলাতক আসামি গ্রেপ্তার

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০৭:২৬  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০৭:২৬

অর্থজারি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ পারভেজকে (৫০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নিউমার্কেটের প্রিয়াঙ্গণ শপিং কমপ্লেক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি মোহাম্মদ পারভেজ মৃত আহমেদ উল্লাহর ছেলে। 

নিউমার্কেট থানার এসআই মারুফ হাসান জানান, আসামি মোহাম্মদ পারভেজ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তিনি বিভিন্ন সময়য় মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। নিউমার্কেট থানার একটি অর্থজারি মামলায় তাকে ছয় মাসের সাজা দেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে প্রিয়াঙ্গণ শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয়। 

নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন জানান, গ্রেপ্তার পলাতক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত