বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৮  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৫৮

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চতুর্থ বার্ষিক কাউন্সিল ঢাকার তোপখানা রোডের বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কাউন্সিলের নির্বাচনী অধিবেশনে মো. আনোয়ারুল ইসলাম তোতাকে সভাপতি, জুলফিকার আলী প্রামাণিককে নির্বাহী সভাপতি করা হয়।

এ ছাড়া মো. আবদুল ওয়াদুদ ভূঁঞাকে সাধারণ সম্পাদক ও জুলফিকার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। 

কাউন্সিলে সারা দেশের দুই হাজারেরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা শিক্ষকদের পেশার প্রতি আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে আশা ব্যক্ত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত