ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

| আপডেট :  ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭  | প্রকাশিত :  ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৭

ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ২১ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের পুনে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  পুলিশের সন্ত্রাসবিরোধী শাখা অভিযান এ অভিযান চালিয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুনের একটি গ্রামে এসব বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছিলেন। তাদের গ্রেপ্তারে গোপন সংবাদের ভিত্তিতে পুনে জেলার রঞ্জনগাঁও এমআইডিসি এলাকার কারেগাঁওয় এলাকায় অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী। 

পুলিশ জানিয়েছে, অভিযানে ১৫ পুরুষ, চার নারী ও দুজন তৃতীয় লিঙ্গের বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়া প্যান কার্ড, আধার কার্ড এবং ভুয়া ভোটার আইডি ব্যবহার করে আসছিলেন। 

পুনের পুলিশ সুপার পঙ্কজ দেশমুখ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে  রঞ্জনগাঁও এমআইডিসি থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে তোলা হয়েছে। আদাল  তাদের মধ্যে ১০ জনকে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন। তারা ছয় মাস থেকে ১০ বছর ধরে সেখানে বসবাস করে আসছিলেন। 

পুলিশ সুপর বলেন, এসব বাংলাদেশির ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তারা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। 

তিনি বলেন, এসব বাংলাদেশিকে যারা জাল নথি সরবরাহ করেছেন তাদেরও খুঁজে বের করা হচ্ছে। এ ছাড়া তারা কেন ভারতে অবস্থান করছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তাদের কেউ কেউ শ্রমিক হিসেবে কাজ করতেন। তারা স্থল ও সমুদ্রপথে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত