পরিবহন মাফিয়ারা দুদককে আমার বিরুদ্ধে ব্যবহার করছে : মোজাম্মেল 

| আপডেট :  ২৯ মে ২০২৫, ০৫:৫৮  | প্রকাশিত :  ২৯ মে ২০২৫, ০৫:৫৮

পরিবহন মাফিয়ারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, পরিবহন মাফিয়া যারা বিদেশে পালিয়ে গেছে তারা অপকর্মের সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২৯ মে) দুদকের তলবে হাজির হয়ে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক বলেন, বিদেশে পালিয়ে যাওয়ার পরে পরিবহন মাফিয়াদের অনেক গাড়ি জব্দ করতে বলেছিলাম আমি। তারাই আমাকে হয়রানি করতে দুদককে ব্যবহার করছে। এর আগেও আমাকে এখানে ডেকে আনা হয়েছে। 

তিনি বলেন, আমি মাত্র আট হাজার টাকার একটা ভাড়া বাসায় থাকি। আমার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমার কাছে দুদক আমার সম্পদের নথি চাওয়ার দুদিনের মধ্যে সব তথ্য আমি দুদকে জমা দিয়েছি। আমার পেছনে না লেগে, আমাকে হয়রানি না করে দুদকের উচিত পরিবহন সেক্টরের মাফিয়াদের ধরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত