আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমি গ্রহণ করেছি: বুলবুল

| আপডেট :  ২৯ মে ২০২৫, ০৫:০৯  | প্রকাশিত :  ২৯ মে ২০২৫, ০৫:০৯

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট পদ ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। আর বুলবুল নিজেও জানিয়েছেন, বিসিবির পরিচালক হওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি এবং সেটা গ্রহণ করতেও প্রস্তুত তিনি। যদিও প্রসিডেন্টই হতে হবে এমন কোনো ভাবনা নেই তার। যেকোনো দায়িত্ব নিতেই প্রস্তুত তিনি।

আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন বুলবুল। তবে সম্প্রতি তার দেশে ফেরার পরই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ভারী হতে শুরু করে। গতকাল রাতে ফারুক আহমেদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাক্ষাতের পর সেটা আরও স্পষ্ট হয়ে যায়। তবে বোর্ড পরিচালক হওয়ার প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করে বুলবুল কালবেলাকে বলেন, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, আমিও গ্রহণ করতে প্রস্তুত আছি জানিয়েছি।’

কেন বিসিবিতে আসতে চান সেটাও জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, ‘আমি অনেক আগ থেকেই বাংলাদেশ ক্রিকেটে কাজ করতে চাই। আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। এখন আমার মনে হয়েছে সেসব অভিজ্ঞতা বিসিবিতে কাজে লাগাতে পারব। এজন্যই প্রস্তাবটি গ্রহণ করেছি।’ বিসিবিতে যোগ দিতে হলে আইসিসির চাকরি ছাড়তে হবে বুলবুলকে। সেটা নিয়েও নাকি আইসিসির সবুজ সংকেত পেয়েছেন তিনি।

তবে প্রেসিডেন্ট পদ থেকে ফারুক আহমেদ সরে না দাঁড়ালে কি হবে! কেননা, জাতীয় ক্রীড়া সংস্থার হয়ে বোর্ডে আসার সুযোগ আছে দুই পরিচালকের। বর্তমানদের মধ্যে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম আছেন। তাদের মধ্যে একজনকে সরতেই হবে। ফারুক আহমেদ সরতে চান না বলার পর বুলবুল বলছেন, ‘এটা আসলে আমার মন্তব্য করার জায়গা না। আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে বোর্ড পরিচালক হওয়ার, আমি সেটা গ্রহণ করতে প্রস্তুতির কথা বলেছি। বাকি কাজ তো উনারা করবেন…।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত