ট্রাক উল্টে বেরিয়ে এল ২৫ কোটি মৌমাছি, আতঙ্কে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের লিন্ডেন শহরের কাছে ভয়াবহ ও অস্বাভাবিক দুর্ঘটনায় আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে প্রায় ২৫ কোটি মৌমাছি। শুক্রবার ভোর ৪টার দিকে কানাডা সীমান্তের কাছাকাছি একটি ট্রাক উল্টে গেলে এই বিপত্তি ঘটে। ট্রাকটি প্রায় ৭০ হাজার পাউন্ড ওজনের মৌচাক বহন করছিল।
হোয়াটকম কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, ট্রাকচালক একটি আঁকাবাঁকা মোড় ঠিকমতো নিতে না পারায় ট্রাকটি খাদে পড়ে যায়। সৌভাগ্যবশত চালক অক্ষত আছেন। তবে দুর্ঘটনায় ট্রাকের ওপরের সমস্ত মৌচাক ছিটকে পড়ে এবং হাজার হাজার মৌমাছি ছড়িয়ে পড়ে চারপাশে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন, জরুরি বিভাগ ও প্রায় দুই ডজন স্থানীয় মৌচাষি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। তারা বেহাল অবস্থায় ছড়িয়ে পড়া মৌচাকগুলো উদ্ধার ও পুনঃস্থাপনের চেষ্টা শুরু করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী এক-দুই দিনের মধ্যে মৌমাছিগুলো নিজেদের রানী মৌমাছির খোঁজে চাকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
শেরিফের অফিস জানিয়েছে, মৌচাষি কমিউনিটির অসাধারণ সহায়তায় লক্ষ লক্ষ মৌমাছিকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে সাধারণ জনগণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত