গুলিস্তানে দুই বাসের চাপায় একজনের মৃত্যু

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ০৪:২৬

রাজধানীর গুলিস্তানে দুই বাসের মধ্যে চাপা পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন। নজরুল পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে থাকতেন।

নজরুল ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া সাব্বির হোসেন নামে এক পথচারী সাংবাদিকদের জানান, রাতে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার পরিবহন ও দোয়েল পরিবহনের বাসের মাঝে চাপা পড়েন নজরুল ইসলাম। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক সাংবাদিকদের বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত