রাজুর পাশে সেনাবাহিনী, মুগ্ধ তমা মির্জা

| আপডেট :  ০৭ জুন ২০২৫, ০৩:০৭  | প্রকাশিত :  ০৭ জুন ২০২৫, ০৩:০৭

ঈদ এলে সেই আনন্দে যেন মন ভরে ওঠে সকল মানুষের। সে সময় সব ব্যস্ততা ছেড়ে মানুষ ছুটে চলে নিজের চির চেনা সেই শেকড়ে। তবে সবার জন্য সে আনন্দ সমান হয় না। আমাদের দেশে ঈদ এলে যখন যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তখন বেশ বিপাকে পড়ে নিম্ন আয়ের মানুষরা। এবার তেমনই এক ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলার ফকিরহাটের মধ্যবয়সী মো. রাজুর সঙ্গে। তবে বাংলাদেশ সেনা বাহিনীর সহয়তায় তাকে বাড়ি পাঠানো হলে এতে মুগ্ধ হয়েছেন অভিনেত্রী তমা মির্জা।

বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে এমনই এক প্রতিবেদন প্রকাশের পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গাইবাদ্ধার রাজুকে বাড়ির ফেরার জন্য সাহায্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা। 

এখানেই শেষ না, সেনাবাহিনী সদস্যরা রাজুকে ঈদসামগ্রী উপহার দেন। এ সময় সাইকেলে বাড়ির ফেরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২ হাজার টাকায় টিকিট কিনলে পোলাপান খাবি কী?
এ বিষয়ে মুগ্ধ হয়ে ৬ জুন তমা মির্জা নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা আর ভালো মানুষ এখনো আছে’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত