পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে খুশি এমবাপ্পে

| আপডেট :  ০৭ জুন ২০২৫, ১০:৩০  | প্রকাশিত :  ০৭ জুন ২০২৫, ১০:৩০

এক বছর আগে ক্লাব ছাড়লেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয় দেখে খুশি কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠ ক্লাব প্রতিযোগিতা জিতল তার সাবেক ক্লাব, আর এমবাপ্পে জানালেন—এটা তাকে আহত করেনি, বরং ক্লাবটির এমন অর্জন ‘সম্পূর্ণ প্রাপ্য’।

 

গত সপ্তাহে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে পিএসজি। সেই উপলক্ষ্যে এমবাপ্পে বলেন, ‘ওরা এটি পাওয়ার যোগ্য ছিল। আমি ওদের মতোই ক্লাবের বিভিন্ন কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছি। এটা দারুণ একটি অর্জন, ওরা এখন সেই দল হয়ে উঠেছে যাদের সবাই হারাতে চায়।’

 

তবে পিএসজির সঙ্গে সম্পর্কটা এমবাপ্পের খুব একটা সুখকর ছিল না বিদায়ের সময়। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েও তিনি €৫৫ মিলিয়ন বকেয়া পাওনা আদায়ে আদালতের দ্বারস্থ হন।

 

এদিকে রিয়ালের হয়ে ৪৩টি গোল করেও কোনো শিরোপা জিততে পারেননি এমবাপে। লা লিগা ও কোপা দেল রে-তে রানার্সআপ হয় দলটি, আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে কোয়ার্টার ফাইনালে।

 

এমবাপে জানান, ‘আমি কোনো আক্ষেপ রাখি না। গল্পটা আমার জন্য শেষ হয়ে গিয়েছিল। আমি ক্লাবটা ছেড়েছি ঠিক সময়েই।’

 

এছাড়া, ২০২৫ ব্যালন ডি’অর নিয়ে তিনি বলেন, তার ভোট যাবে পিএসজি সতীর্থ ওসমান ডেম্বেলের দিকেই।

‘ডেম্বেলে? হ্যাঁ, আমি তাকেই ভোট দেবো। এতে ব্যাখ্যার কিছু নেই। ও ৩৩টি গোল করেছে, ১৫টি অ্যাসিস্ট—তিনটি শিরোপা জিতেছে। এর চেয়ে বেশি আর কী চাই?’

 

এমন মন্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত গ্লানি সত্ত্বেও সাবেক ক্লাব ও সতীর্থদের সাফল্যে সত্যিকারের খুশিই এমবাপ্পে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত