রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে যা আলোচনা হলো

| আপডেট :  ১২ জুন ২০২৫, ০৭:১৩  | প্রকাশিত :  ১২ জুন ২০২৫, ০৭:১৩

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি সৌহার্দ্য পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রেস সচিব। 

তিনি বলেন, এই সাক্ষাতে বাংলাদেশের যে একটা পরিবর্তন হচ্ছে তা নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসকে জানিয়েছেন সংস্কারের বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, ৩০ মিনিটের একটি বৈঠক ছিল এটা। খুবই সৌহার্দ্যপূর্ণ একটা আলোচনা হয়েছে তাদের মধ্যে। পুরো সফরের এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। 

পরে বিকেলে আবার বাকিংহাম প্যালেসে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলেও জানান প্রেস সচিব। 

এর আগে,  রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে বাকিংহাম প্যালেসে যান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।  বৃহস্পতিবার (১২ জুন) স্থানীয় সময় দুপুরে বাকিংহাম প্যালেসে গেলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত