সাকিবের সঙ্গে দেশের ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে মিরাজের
ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ জানালেন, সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে পেশোয়ারে একসঙ্গে সময় কাটানোর সুযোগে বাংলাদেশ ক্রিকেট নিয়েই অনেক কথা হয়েছে তাদের। দুই অলরাউন্ডারের আলোচনায় উঠে এসেছে দলের ভবিষ্যৎ, তরুণদের সম্ভাবনা আর একটি ঐক্যবদ্ধ দলের প্রয়োজনীয়তা।
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের মুখোমুখি হন নতুন ওয়ানডে অধিনায়ক। সেখানেই উঠে আসে সাকিব আল হাসানের প্রসঙ্গ। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এবং দেশের বাইরেই অবস্থান করা সাকিবের আন্তর্জাতিক ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। তবে মন থেকে এখনো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি নিয়েই ভাবছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার—এমনটাই জানিয়েছেন মিরাজ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে গিয়ে সাকিবের সঙ্গে সময় কাটিয়েছেন মিরাজ। সেই সময়কার কথাই স্মরণ করে তিনি বলেন, ‘সাকিব ভাইয়ের সাথে একসাথে পিএসএলে খেলেছি। বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে। সে অবশ্যই মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা মন থেকে চায়। উঠতি ক্রিকেটাররা যেন ভালো করে। বলেছে দল হিসেবে খেলতে হবে, যখন সবাই একসাথে পারফর্ম করে দল ফলাফল করা শুরু করে।’
সাকিবের বার্তাটা ছিল পরিষ্কার—সফল হতে হলে সবাইকে একসঙ্গে খেলতে হবে। ‘বলেছে যে অবশ্যই দল হিসেবে একসঙ্গে খেলতে হবে। কারণ, বাংলাদেশ দল যখন একসঙ্গে পারফর্ম করে, তখনই ভালো ফল আসে,’ যোগ করেন মিরাজ।
মাত্রই দায়িত্ব পাওয়া মিরাজের জন্য এটি বড় এক চ্যালেঞ্জ। সাকিবের নেতৃত্বে সব ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ৪১টি ম্যাচ খেলা এই অলরাউন্ডারের এখন সুযোগ এসেছে নিজেকে প্রমাণ করার। ব্যাট হাতে দায়িত্বশীলতা ও বল হাতে কার্যকারিতার পাশাপাশি নেতৃত্বগুণ দেখানোর সময় এসেছে তার।
বিশ্ব ক্রিকেটে প্রায় দুই দশক ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সাকিব হয়তো এখন খেলার বাইরে, তবে তার প্রভাব এখনও দলের তরুণদের ওপর বর্তমান। আর সেই অনুপ্রেরণাই মিরাজকে ভবিষ্যতের পথ দেখাচ্ছে।
একসময় সাকিবের ছায়াতলে খেলা মিরাজ এখন নিজেই বাংলাদেশের ওয়ানডে দলের নেতা। ভবিষ্যতের নেতৃত্বে তিনি কেমন করেন, তা সময়ই বলবে। তবে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের পরামর্শ তাকে পথ দেখাতে পারে এই দায়িত্বপথে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত