ইরান ও ইসরায়েলের শান্তিচুক্তি নিয়ে ট্রাম্পের বার্তা

| আপডেট :  ১৫ জুন ২০২৫, ০৯:২৫  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৫, ০৯:২৫

ইরান ও ইসরায়েলের মধ্যে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই শান্তি তাঁরই উদ্যোগেই প্রতিষ্ঠিত হবে। খবর বিবিসির।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো, এবং সেই চুক্তি হবেই।’

তিনি আরও বলেন, এখন প্রচুর ফোনকল হচ্ছে, অনেক বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কেউই সেগুলোর কৃতিত্ব দেয় না। তবে সমস্যা নেই, জনগণ সব বুঝে। 

ট্রাম্প তাঁর এই মন্তব্যে ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে নিজের মধ্যস্থতাকারী ভূমিকার কথা তুলে ধরেন। সেইসঙ্গে তিনি ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাস সংঘাতে যুদ্ধবিরতির আলোচনা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকাও উল্লেখ করেন।

যদিও এসব আলোচনায় এখনও পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়নি, তবে তিনি দাবি করেন, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলেছে।

এই মন্তব্যের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে, এবং অঞ্চলজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য শান্তি প্রত্যাশার ইঙ্গিত দিলেও বাস্তবতা ভিন্ন এবং সমঝোতা সহজ নয়। তবুও আন্তর্জাতিক কূটনীতিতে এমন বার্তা সংঘাত নিরসনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত