নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন

| আপডেট :  ১৬ জুন ২০২৫, ০৮:১৬  | প্রকাশিত :  ১৬ জুন ২০২৫, ০৮:১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে হজরত হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ খেলাফত আন্দোলন। 

সোমবার (১৬ জুন) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদ্রাসায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির নেতারা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই জিহাদের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। ইতোমধ্যে দেশব্যাপী সংগঠন গোছানোর কাজ ও প্রার্থী যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে। 

দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি আল আমিন, হাফেজ আবু তাহের ও মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ।

বৈঠকে আগামী ২৩ জুন নরসিংদী এবং ৩০ জুন ভোলা জেলায় সাংগঠনিক সফর করবেন কেন্দ্রীয় নেতারা। সবশেষে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত