নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতুষ্টির সুযোগ নেই : প্রিন্স

| আপডেট :  ১৭ জুন ২০২৫, ১১:০২  | প্রকাশিত :  ১৭ জুন ২০২৫, ১১:০২

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির অবশ্যম্ভাবী বিজয়ে অতিমাত্রায় আত্মতৃপ্তি বা আত্মতুষ্টির সুযোগ নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা যাবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসে ক্ষতির সম্ভাবনা বেশি। তাই নির্বাচনকে সিরিয়াসভাবে নিয়ে শতভাগ সতর্ক থেকে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৭ জুন) সকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে ধারা উচ্চ বিদ্যালয়ে ধারা ও ধুরাইল ইউনিয়ন এবং বিকেলে হাসলুয়াঘাট পৌর শহরের ইমেক্স হোটেল মিলনায়তনে উপজেলার ভুবনকুড়া ও যুগলী ইউনিয়নের ওয়ার্ড ছাএদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এমরান সালেহ প্রিন্স নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জনগণের মন জয় করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে জন প্রত্যাশা ও অঙ্গীকার পূরণের চ্যালেঞ্জ গ্রহণের উপযোগী করে নিজেদের প্রস্তুত করতে হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের ঐতিহাসিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন, সংস্কার নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও অনিশ্চয়তা কেটে গেছে। নির্বাচনী ট্রেনে উঠতে রাজনৈতিক দল এখন স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষা করছে।’

তিনি আরও বলেন, লন্ডন বৈঠকে সারা দেশে শান্তির সুবাতাস বইতে শুরু করলেও যারা জটিলতা সৃষ্টি করে রাজনৈতিক সংকট ও অচলাবস্থা তৈরি করেছিল, তারা অশান্তিতে আছে ও নতুন করে জটিলতা সৃষ্টি করতে তৎপর। এরা নানা অজুহাতে বিএনপি ঠেকাতে চায়। এদের জনগণ ঠেকিয়ে দেবে । 

বিপথগামীদের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, শৃঙ্খলাভঙ্গকারী ও দলের ভাবমূর্তি বিনষ্টকারী কাউকে আর বরদাশত করা হবে না। সে যতবড় ত্যাগী বা শক্তিশালী হোক না কেনো, তার ক্ষমা নেই। ক্ষমতা বা হেডম দেখানোর নাম রাজনীতি নয়।

হালুয়াঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা দুটিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন, মির্জা সাফায়েত হোসেন তাইয়েব, মহাইমেনুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, জেলা যুবদলের সদস্য মোতালেব হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ, ধারা ইউনিয়ন ছাত্রদল নেতা মোবাশ্বিরুল ইসলাম, জসিম উদ্দিন, রকিবুল হাসান, ধুরাইল ইউনিয়ন ছাত্রদল নেতা শাহরিয়ার আকন্দ, আরাফাত হোসেন পারভেজ, আবু নাঈম প্রমুখ ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত