শেষ সেশনে লঙ্কানদের ছোবল, লড়াকু অবস্থানে বাংলাদেশ

| আপডেট :  ১৮ জুন ২০২৫, ০৬:৫৬  | প্রকাশিত :  ১৮ জুন ২০২৫, ০৬:৫৬

গলে বৃষ্টি শেষে দিনের শেষ সেশনে দাপট দেখালেন লঙ্কান বোলাররা, তবে ততক্ষণে স্কোরবোর্ডে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। গলের প্রথম টেস্টে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯। শান্ত ও মুশফিকের রেকর্ড জুটির পর লিটনের ঝকঝকে ইনিংস, সবকিছুর মধ্যেই শ্রীলঙ্কার শেষ সেশনের ফিরে আসা বাড়িয়েছে লড়াইয়ের উত্তাপ।

দিনের শুরুতেই আঘাত হানেন আসিথা ফার্নান্দো। আগের দিন থেকে ক্রিজে থাকা শান্ত ১৪৮ রানে ফেরত গেলে ভাঙে বাংলাদেশের ২৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ইনিংস মজবুত করতে থাকেন মুশফিক। শুরুতে কিছুটা নড়বড়ে থাকলেও লিটন খেলেন দায়িত্বশীল এক ইনিংস, যেখানে ছিল সাবলীলতা ও দৃঢ়তা।

মুশফিক তুলে নেন ক্যারিয়ারের সপ্তম ১৫০+ রানের ইনিংস। লিটনও পৌঁছে যান নিজের ১৮তম টেস্ট ফিফটিতে। দু’জনের জুটিতে আসে শতরান। এ সময় মিলান রথনায়েকে একটি ইনসুইংয়ে মুশফিককে এলবিডব্লিউ করতে চাইলেও রিভিউতে টিকে যান অভিজ্ঞ এই ব্যাটার।

ঠিক তখনই নেমে আসে বৃষ্টি। প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে খেলা। তবে খেলা শুরু হতেই লঙ্কানরা ফিরে আসে ম্যাচে। আসিথা ফিরিয়ে দেন মুশফিককে (১৬৩), থারিন্দুর নেগেটিভ লাইন বল লিটনকে (৯০), আর মিলান রথনায়েকে একের পর এক আঘাতে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। বাংলাদেশের শেষ ৫ উইকেটের পতন হয় মাত্র ২৬ রানে।

শেষ দিকে হাসান মাহমুদ ও নাহিদ রানা অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। যদিও ইনিংস প্রায় শেষ পর্যায়ে, তবুও বড় সংগ্রহের কারণে এগিয়ে বাংলাদেশ। গলের ব্যাটিং সহায়ক উইকেটে এই রান পাহাড়ের জবাবে কী করে শ্রীলঙ্কা, সেটিই এখন দেখার বিষয়।

দ্বিতীয় দিন শেষে স্কোর:

বাংলাদেশ ৪৮৪/৯ (১৫১ ওভার)
শীর্ষ স্কোরার: মুশফিকুর রহিম ১৬৩, শান্ত ১৪৮, লিটন ৯০
শ্রীলঙ্কার সফল বোলার: মিলান রথনায়েকে ৩/৩৮, আসিথা ফার্নান্দো ৩/৮০, থারিন্দু রথনায়েকে ৩/১৯৬

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত