ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করবে ছাত্রদল, সম্পাদনা পরিষদ গঠন

| আপডেট :  ১৮ জুন ২০২৫, ১১:০১  | প্রকাশিত :  ১৮ জুন ২০২৫, ১১:০১

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে একটি ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ জুন) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো।

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান’ প্রতিপাদ্য করে প্রথম সংখ্যাটি একটি বিশেষ সংখ্যার রূপে প্রকাশিত হবে।

ত্রৈমাসিক এই ম্যাগাজিনের কার্যক্রম পরিচালনার লক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়েছে। এতে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সকে নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন- সংগঠনটির সহসভাপতি মো. নিজাম উদ্দিন, হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, এবং হাবিবুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এই সিদ্ধান্ত দিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত