মেয়ের বিবাহবার্ষিকীতে অভিমান করে বাবার আত্মহত্যা

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮  | প্রকাশিত :  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮


মেয়ের বিবাহবার্ষিকীতে অভিমান করে বাবার আত্মহত্যা

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের বিবাহবার্ষিকীতে স্ত্রীর ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রায়হান উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি।

২ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে ঘটনাটি ঘটে।

নিহত রায়হান উদ্দিন উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে।

নিহত রায়হানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রায়হানের বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে ছোট অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই বাবার বাড়ি চলে যান সুলেখা। পরে স্বামী আত্মহত্যা করেছেন শুনে আবার চলে আসেন।

তারা আরও জানান, বিভিন্ন এনজিও এবং মানুষের কাছে টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন রায়হান। এ নিয়ে প্রায়সময়ই তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। এসব কারণে আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন।

বিবার্তা/আসিম/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত