রিয়ালের জার্সি গায়ে জড়াতে চান হলান্ড!

| আপডেট :  ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩  | প্রকাশিত :  ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩

পৃথিবীর সব নামী দামী খেলোয়াড়ের মিলনমেলা যেন বসানোর শপথ নিয়ে নেমেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে এখন খেলেন লস ব্লাঙ্কোস শিবিরে। এবার এই দুই তারকা ফুটবলারের সাথে যোগ দিতে চাচ্ছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হলান্ড। এমনটাই দাবি করছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো।

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড রিয়াল মাদ্রিদে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো। নরওয়েজিয়ান এই ফুটবলারের ম্যানচেস্টার সিটির সঙ্গে বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, ধারণা করা হচ্ছে রিয়ালের হয়ে খেলতে তিনি আগ্রহী।

হলান্ডের চুক্তিতে ১৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে, যা রিয়াল মাদ্রিদকে সুযোগ করে দিতে পারে। সিটি ইতিমধ্যে এই সম্ভাবনার কথা মাথায় রেখে হলান্ডের বিকল্প খুঁজতে শুরু করেছে এবং সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিয়োকেরেসকে তার স্থলাভিষিক্ত হিসেবে বিবেচনা করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যেই হলান্ডের রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা মূলত পেপ গার্দিওলার ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরে হতে পারে। সিটিতে যোগ দেওয়ার পর থেকেই প্রাক্তন বরুসিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার হলান্ড ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিততে সহায়তা করেছেন। চলতি মৌসুমেও তিনি প্রিমিয়ার লিগে ৮ ম্যাচে ১০ গোল করেছেন।

এদিকে, বার্সেলোনাও হলান্ডকে দলে ভেড়ানোর আগ্রহ দেখিয়েছে, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে এত বড় ব্যয়ে খেলোয়াড় আনার বিষয়টি তাদের জন্য কঠিন হতে পারে। এতে রিয়ালের পথ আরও মসৃণ হতে পারে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে কেনার পর হলান্ডকে দলে ভেড়ালে তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে।

বর্তমানে বিষয়টি সম্পূর্ণ গুঞ্জন হলেও, হলান্ডের ভবিষ্যত নিয়ে ফুটবল ভক্তরা অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে সিটি ক্লাব তাদের পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা জেতার লক্ষ্য পূরণের চেষ্টা করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত