কক্সবাজারে সম্পত্তির দ্বন্দ্বে ভাই-ভাতিজাকে কুপিয়ে জখম

| আপডেট :  ২৬ জুন ২০২৫, ০২:৫৩  | প্রকাশিত :  ২৬ জুন ২০২৫, ০২:৫৩

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চাচা ও তার পরিবারের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাথপাড়ায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবু বড়ুয়া (৫০) ও তার ছেলে জিটু বড়ুয়া (২৮)। দু’জনেই বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী জিটু বড়ুয়া কালবেলাকে জানান, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তিনি ও তার বাবা শিবু বড়ুয়া জমি নিয়ে কথা বলতে গেলে তার চাচা খোকন বড়ুয়া হঠাৎ ধারালো দা হাতে তাদের ওপর হামলা চালান।

তিনি আরও বলেন, খোকন বড়ুয়া প্রথমে আমাকে কোপাতে থাকেন। পরে বাবাকেও এলোপাতাড়ি কোপানো হয়। এরপর খোকনের ভাই অপু বড়ুয়া এবং স্ত্রী ববি বড়ুয়া এসে দ্বিতীয় দফায় লোহার রড দিয়ে বাবাকে মারধর করে, বলেন জিটু।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, জমি নিয়ে সামান্য কথাবার্তা চলাকালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন খোকন বড়ুয়া ধারালো অস্ত্র হাতে এসে শিবু ও জিটুকে উপর্যুপরি কোপাতে থাকেন। হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

রামু থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত