গুগলের সেরা ১০টি এআই টুল এখন সবার জন্য ফ্রি!
আজকের ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) আমাদের জীবনকে বদলে দিচ্ছে প্রতিদিন। লেখালেখি, অনুবাদ, ভয়েস চিনে লেখা বানানো, ছবি বিশ্লেষণ, ভিডিও বিশ্লেষণ সব কিছুই এখন এআই (AI) দিয়ে সহজ, দ্রুত ও অনেক বেশি নির্ভুলভাবে করা সম্ভব।
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এনেছে অসাধারণ সব এআই (AI) টুল, যার অনেকগুলোই ব্যবহার করা যায় একদম ফ্রি। এসব টুল ব্যবহার করে আপনি বাড়িয়ে নিতে পারেন আপনার কাজের দক্ষতা, সময় বাঁচাতে পারেন, আর খরচও কমাতে পারেন।
১. Google AI Studio
Gemini মডেল ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাপে বা ওয়েবসাইটে যুক্ত করার সহজ উপায়। বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্যবহার করা যায় সম্পূর্ণ ফ্রি।
২. NotebookLM
নিজের আপলোড করা নোট বা ডেটা থেকে তৈরি হয় ব্যক্তিগত AI অ্যাসিস্ট্যান্ট। অডিও আকারে সারাংশও দিতে পারে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় ব্যবহার একদম ফ্রি।
৩. Firebase Studio
এআই অ্যাপ প্রোটোটাইপ থেকে ডেপ্লয় ও চালানোর জন্য একটি আধুনিক প্ল্যাটফর্ম। একসাথে ৩টি ওয়ার্কস্পেস ব্যবহার করা যায়, কোনো খরচ ছাড়াই।
৪. Translation Basic
১০০টির বেশি ভাষায় রিয়েল টাইম অনুবাদ। বাংলা ভাষাও রয়েছে এতে। প্রতি মাসে ৫ লাখ অক্ষর পর্যন্ত অনুবাদ একদম বিনামূল্যে করা যায়।
৫. Translation Advanced
এটি আরও উন্নত ভার্সন, যেখানে ডকুমেন্ট অনুবাদ, কাস্টমাইজড মডেল, ব্যাচ অনুবাদ ইত্যাদি সুবিধা রয়েছে। এখানেও প্রতি মাসে ৫ লাখ অক্ষর ফ্রি।
৬. Cloud Vision
ছবির মধ্যে থাকা মুখ, লেখা, লোগো, ল্যান্ডমার্ক ইত্যাদি শনাক্ত করতে পারে। প্রতিমাসে ১,০০০টি ছবি বিশ্লেষণ ফ্রি।
৭. Speech-to-Text
আপনার বলা শব্দ বা অডিও থেকে তৈরি হয় টেক্সট। প্রতি মাসে ৬০ মিনিট অডিও রূপান্তর করা যায় কোনো খরচ ছাড়াই।
৮. Text-to-Speech
লেখাকে রূপান্তর করে মানবসদৃশ কণ্ঠে। প্রতিমাসে ৪ মিলিয়ন অক্ষর (স্ট্যান্ডার্ড) এবং ১ মিলিয়ন অক্ষর (WaveNet) পর্যন্ত ফ্রি রূপান্তর।
৯. Natural Language API
লেখা বিশ্লেষণ করে বিষয়বস্তু, আবেগ, শব্দের গুরুত্ব ইত্যাদি বুঝতে সাহায্য করে। প্রতি মাসে ৫,০০০ ইউনিট বিশ্লেষণ একদম ফ্রি।
১০. Video Intelligence
ভিডিওতে থাকা লেখা, মুখাবয়ব, লোগো, দৃশ্যান্তর ও অনুপযুক্ত কনটেন্ট শনাক্ত করতে সক্ষম। প্রতি মাসে ১,০০০ মিনিট ভিডিও বিশ্লেষণ করা যায় ফ্রি।
অতিরিক্ত কিছু চমৎকার সুবিধা
Conversational Agents
চ্যাটবট তৈরি করার জন্য গুগল দিচ্ছে নতুন ব্যবহারকারীদের জন্য $৬০০ ডলারের ক্রেডিট (১ বছরের মধ্যে ব্যবহারযোগ্য)।
Compute Engine & Cloud Storage
প্রতি মাসে ফ্রি e2-micro VM এবং ৫ জিবি ক্লাউড স্টোরেজ — যা ছোট প্রজেক্ট চালাতে যথেষ্ট।
গুগলের AI টুলগুলো শুধু আধুনিক ও কার্যকরী নয়, এগুলো আজকের তরুণ প্রজন্ম, উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রযুক্তি প্রেমী ও ফ্রিল্যান্সারদের জন্য এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। যেসব কাজ একসময় টাকা দিয়ে করাতে হতো, এখন সেগুলোই ফ্রি AI টুল দিয়ে খুব সহজে সম্ভব।
তাই প্রযুক্তিকে পাশে রেখে কাজ করতে চাইলে আজই গুগলের এই অসাধারণ টুলগুলো ব্যবহার শুরু করুন — একদম ফ্রি!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত