বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

| আপডেট :  ০১ জুলাই ২০২৫, ০৯:৪০  | প্রকাশিত :  ০১ জুলাই ২০২৫, ০৯:৪০

টেস্ট সিরিজের জয় সত্ত্বেও ওয়ানডেতে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বরং তিনি মনে করেন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশ টাফ প্রতিপক্ষ। তারা ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ ওয়ানডে সিরিজেও তারা আমাদের হারিয়েছে। এবার নিজেদের মাঠে খেললেও চ্যালেঞ্জটা বড়।’

উল্লেখ্য, দুই দলের সর্বশেষ পাঁচ ওয়ানডে লড়াইয়ের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, দুটি শ্রীলঙ্কা। সর্বশেষ সিরিজ ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়, যেখানে ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল টাইগাররা।

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সম্পর্কে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি তার অধিনায়কত্ব নিয়ে কিছু বলতে পারছি না। তবে খেলোয়াড় হিসেবে মিরাজ একজন দারুণ অলরাউন্ডার। ভালো ব্যাট করে, ভালো বলও করে।’

সবমিলিয়ে ঘরের মাঠে হলেও বাংলাদেশকে হালকাভাবে না নিতে শ্রীলঙ্কার শিবিরে যে সতর্ক বার্তা উচ্চারিত হয়েছে, তা স্পষ্ট। এখন অপেক্ষা প্রথম ম্যাচে দু’দলের মাঠের লড়াইয়ের। উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর একটি সিরিজের আভাস পাওয়া যাচ্ছে আগেই।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত