যে ধর্ম পেলেন ‘টুয়েলভ ফেল’ অভিনেতার ছেলে

| আপডেট :  ০২ জুলাই ২০২৫, ১০:৩১  | প্রকাশিত :  ০২ জুলাই ২০২৫, ১০:৩১

বলিউডের প্রতিভাবান অভিনেতা বিক্রান্ত মাসে ২০২৩ সালে পুত্র সন্তানের বাবা হন। চলতি বছর সন্তানের এক বছর পূর্ণ হওয়ার পর জন্মনিবন্ধনপত্র ফিলআপ করতে গিয়েই নতুন এক দোলাচলে পড়েন অভিনেতা। ফর্মে ‘ধর্ম’ এর ঘরটি কীভাবে পূরণ করবেন—এই প্রশ্নে দ্বিধায় পড়ে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিক্রান্ত নিজে হিন্দু হলেও তার পরিবারে রয়েছে ধর্মীয় বৈচিত্র্য। তার বাবা খ্রিস্টান, মা শিখ এবং ভাই কৈশোরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করেন। এই পারিবারিক প্রেক্ষাপটে বিক্রান্ত বরাবরই ধর্মীয় সহনশীলতা ও উদারতার পক্ষে।

অবশেষে তিনি যা করলেন, তা একপ্রকার ব্যতিক্রমী ও সাহসী পদক্ষেপ হিসেবেই ধরা যায়। ছেলেকে ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে ধর্মের ঘরটি ফাঁকা রেখেছেন তিনি।

এই প্রসঙ্গে বিক্রান্ত বলেন, ‘আমার মনে হয়, ধর্ম একেবারেই ব্যক্তিগত বিষয়। আমি যেমন পূজা করি, তেমনই গুরুদ্বারে যাই, দরগাতেও যাই। সব জায়গাতেই আমি শান্তি খুঁজি। আমি চাই না আমার ছেলে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করুক।’

তিনি আরও বলেন, ‘ধর্ম উল্লেখ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি চাই সে বড় হয়ে নিজের মতো সিদ্ধান্ত নিক।’

অভিনেতা বিক্রান্ত ম্যাসি ২০২৩ সালে ‘টুয়েলভ ফেল’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ান। এরপর ২০২৪ সালে ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে কাজ করে কিছুদিন বিশ্রামে যাওয়ার কথা বললেও, পরে আবারও কাজে ফেরার আগ্রহ জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত