মুরাদনগরে ধর্ষণকাণ্ড, ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা গ্রেপ্তার 

| আপডেট :  ০৩ জুলাই ২০২৫, ১০:৫৪  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২৫, ১০:৫৪

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহ পরানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাহ পরান ধর্ষণের অভিযুক্ত কারাগারে থাকা ফজর আলীর ছোট ভাই।

র‌্যাব-১১, সিপিসি-২-এর উপপরিচালক মাহমুদুল হাসান বলেন, ওই নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূল অপরাধী শাহ পরান। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসেছে। বিকেলে র‌্যাবের পক্ষ থেকে শাহ পরানকে আটকের বিষয়টি জানানো হয়েছে। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

গত ২৬ জুন রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ ঘটনায় ধর্ষক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত