ছাত্র আন্দোলনে হামলাকারী আ.লীগ নেতা সিরাজ গ্রেপ্তার

| আপডেট :  ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০৮  | প্রকাশিত :  ২৬ অক্টোবর ২০২৪, ০৭:০৮

চাঁনখারপুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি চকবাজার থানার আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে (৭৩) গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

থানা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে চাঁনখারপুল মোড়ে অসংখ্য ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। এ সময় আন্দোলনরত অবস্থায় ছিলেন হোসেনী দালান এলাকার কাজল প্লাস্টিক কারখানায় কর্মরত মো. রাকিব হাওলাদার।

আন্দোলনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় রাকিবকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর রাকিবের বাবা মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা করার প্রেক্ষিতে চকবাজার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে হাজি মো. সিরাজুল ইসলাম ওরফে রাডো সিরাজকে চকবাজার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালত পাঠানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত