বিএনপির শীর্ষ নেতারা সিলেট যাচ্ছেন কাল

| আপডেট :  ০৬ জুলাই ২০২৫, ১১:২৭  | প্রকাশিত :  ০৬ জুলাই ২০২৫, ১১:২৭

সিলেটে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্য নেতারা যাচ্ছেন আগামীকাল। আগামীকাল সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সভা সফলে সিলেটের বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

রোববার (৬ জুলাই) বিকেলে সিলেট মহানগীরর পাঠানটুলাস্থ সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এক প্রেসব্রিফিংয়ে বিষয়টি জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও কেন্দ্রীয় পর্যায় থেকে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকন।

এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তারা জানান, সিলেটের এ দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে এমএ মালিকের আগ্রহে এবং জেলা ও মহানগর বিএনপির উদ্যোগ। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রচারণা শেষ।

এমএ মালিক বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিল শেষে কেন্দ্রীয় নেতারা সিলেটের নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। এটি মির্জা ফখরুলের ফ্যাসিস্টমুক্ত দেশে প্রথম সিলেট সফর।’

এদিকে, এই সফর ঘিরে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। সফরের প্রস্তুতি হিসেবে গত শনিবার একটি প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গত প্রায় সপ্তাহখানেক ধরে যে প্রচারণা চালানো হয়েছে তা যথেষ্ট। আমরা এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অবশ্যই সফল হবে। তিনি বলেন, বৃষ্টির কারণে ৫০ হাজার বা একলাখ লোকের সমাগম করা যেতে পারে এমন কোনো খোলামেলা জায়গায় আমরা আলোচনা সভার আয়োজন করতে পারিনি। আমাদের সামনে এই সানরাইজ কমিউনিটি সেন্টার ছাড়া অন্যকোনো সুযোগ ছিল না। আমি আশা করি, এখানেই বিএনপি নেতাকর্মীদের নিয়ে দোয়া ও আলোচনা সভা সফল করা সম্ভব। 
তিনি আরও বলেন, দোয়া ও আলোচনা সভা শেষে সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকে জুলাই গণহত্যার শিকার শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত