জুলাই শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষিবিদদের দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি

| আপডেট :  ০৭ জুলাই ২০২৫, ১২:২৮  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৫, ১২:২৮

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণ করা ছাত্র-জনতার রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষিবিদরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ আবু সাইদ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির দেশী বৃক্ষের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ ও মিলাদ মাহফিলে  জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহ মুনিরুর রহমান,   কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের সভাপতি কৃষি বিজ্ঞানী মো. এমদাদুল হক দুলু, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সর্বস্তরের কৃষিবিদদের উপস্থিতিতে জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্বার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত