কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারভীনকে

| আপডেট :  ০৭ জুলাই ২০২৫, ১২:৫৯  | প্রকাশিত :  ০৭ জুলাই ২০২৫, ১২:৫৯

বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি, একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফরিদা পারভীন বছরের শুরুতে একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে বাসায় ফেরেন তিনি। তারপর আবারও অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শরীর আর আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে উঠছে না। তিন দিন আগে আবারও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই শিল্পীকে। শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার (৬ জুলাই) থেকে তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম এ তথ্য জানিয়েছেন।

গাজী আবদুল হাকিম আরও জানান, ফরিদা পারভীনের অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এই গুণী শিল্পীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে রেখে চিকিৎসা করাতে হয়েছে ফরিদা পারভীনকে।

সংগীতাঙ্গনে অনন্য অবদান রাখা এই শিল্পীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।

ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীতের অন্যতম প্রধান কণ্ঠস্বর। লালন সংগীতের প্রচারে তার ভূমিকা অবিস্মরণীয়। তার গাওয়া ‘নারী আমার জানে দুঃখের ভাষা’, ‘তোমার বাঁশিতে’, ‘ভ্রমর কইও গিয়া’ প্রভৃতি গান মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেন। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে সম্মানিত হন তিনি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত