পলিথিন ব্যাগ বন্ধে নভেম্বর থেকে কঠোর মনিটরিং : পরিবেশ উপদেষ্টা

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪১  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ১২:৪১

অন্তর্বর্তী সরকার পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে কঠোর মনিটরিং করা হবে।

রোববার (২৭ অক্টোবর) পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলি ব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব মার্কেটে কঠোর মনিটরিং শুরু হবে।
 
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত