গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজধানীতে স্বস্তির হাট

| আপডেট :  ২৭ অক্টোবর ২০২৪, ০৪:০২  | প্রকাশিত :  ২৭ অক্টোবর ২০২৪, ০৪:০২

গণঅধিকার পরিষদের উদ্যোগে স্বস্তির হাটের উদ্বোধন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ। এখানে স্বল্প মূল্যে শাকসবজি ও বিভিন্ন তরকারি বিক্রি করা হবে। ভবিষ্যতে এর পরিসর দেশের বিভিন্ন স্থানে বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।  

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যলয়ের  (বিজয় নগর পানির ট্যাংকির পাশে আল-রাজি কমপ্লেক্স) সামনে রোববার (২৭ অক্টোবর) থেকে চালু হয়েছে এই স্বস্তির হাট। সকালে এই হাটের উদ্ভোধন করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ গণঅধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন।  পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন এর পরিচালনায় এবং দপ্তর সম্পাদক রেজওয়ান এর উদ্যোগে চালু হয়েছে এই স্বস্তির হাট। 

হাট উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি ডা. জাফর মাহমুদসহ যুব, ছাত্র, শ্রমিক এবং পেশাজীবী অধিকার পরিষদের নেতারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত