মির্জাপুরে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত

| আপডেট :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭  | প্রকাশিত :  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৭


মির্জাপুরে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি


টাঙ্গাইলের মির্জাপুরে নির্মল বায়ু এবং সুস্বাস্থ্যের জন্য উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণ প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি, শনিবার সকালে হাটুভাঙ্গা মালিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার।

মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল কাদের বাবুলের সভাপতিত্বে মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী সমিতির যুগ্ম আহ্বায়ক হাজী মোক্তার আলী সিদ্দিকীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. মো. মাহবুবুর রহমান (আইসিডিডিআরবি)।

এসময় উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন প্রক্রিয়া সম্প্রসারণে মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি ব্যাপক ভূমিকা পালন করবেন তথ্য সুনিশ্চিত করা হয়েছে।

বিবার্তা/ইমরুল/সউদ

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত