সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে কী বললেন মির্জা ফখরুল

| আপডেট :  ২০ জুলাই ২০২৫, ১১:৩১  | প্রকাশিত :  ২০ জুলাই ২০২৫, ১১:৩১

সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে রাজনীতিতে জল্পনা থাকলেও, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন—এ সিদ্ধান্ত খেলোয়াড়ের পারফরম্যান্স ও নিজের অবস্থানের উপরই নির্ভর করবে, রাজনীতির উপর নয়।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি দেখতে মাঠে আসেন বিএনপি মহাসচিব। ম্যাচ শুরুর আগেই তিনি পৌঁছে যান মাঠে, এবং খেলা চলাকালীন সময়ে ‍সংক্ষিপ্ত সাক্ষাৎকার দেন সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টস-কে।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়— ‘ভবিষ্যতে বিএনপি যদি সরকারে আসে, তাহলে সাকিব আল হাসান আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি?’

জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সেটা নির্ভর করবে সাকিবের ফর্মের উপর। সে খেলাটাকে চালিয়ে নিতে চায় কি না, সেটাও তার নিজের বিষয়। আমি ব্যক্তিগতভাবে খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ চাই না এবং এতে বিশ্বাসও করি না। যার যোগ্যতা থাকবে, সে অবশ্যই জাতীয় দলে খেলবে।’

এ সময় তার কাছে আরও জানতে চাওয়া হয়—প্রিয় ক্রিকেটার কে?

তিনি জানান, ‘আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। আমি সাধারণত টিভিতেই খেলা দেখি, আর ওর খেলা সবসময়ই উপভোগ করি।’

এদিকে, মির্জা ফখরুল যখন মাঠে ছিলেন, তখন একই স্ট্যান্ডে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম নিজেও। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে মায়ান। পুরনো সতীর্থদের সাথে দেখা করতে এবং ম্যাচ উপভোগ করতেই সাবেক এই অধিনায়ক মিরপুরে আসেন।

দিনশেষে অবশ্য বাংলাদেশ দল জয় দিয়েই মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের। পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।

সাম্প্রতিক সময়ে মাঠের বাইরের বিতর্কের কারণে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে নানা রাজনৈতিক ব্যাখ্যা তৈরি হলেও, মির্জা ফখরুলের মন্তব্যে তা কিছুটা নিরপেক্ষতা পেয়েছে। খেলোয়াড়ের ফর্ম ও ইচ্ছাই যে মূল বিবেচ্য—সেই বার্তাই যেন দিলেন বিএনপি মহাসচিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত