বর্তমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখে নির্বাচন সম্ভব নয় : রেজাউল করিম
বর্তমান সংবিধান ও রাষ্ট্রপতিকে ক্ষমতায় রেখে দেশের মধ্যে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী শ্রমিক আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মতবিনিময়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করে তার নৈতিকতা সাংবিধানিকতা হারিয়েছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসরদেরকে নিয়ে যাইনি। এই পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে যে সব একতরফা ভুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতাতে দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের রাজনীতি করা নিষিদ্ধ করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা ২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগেই ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তখন যদি এই পদ্ধতি চালু করা হতো তাহলে হয়তো আওয়ামী লীগের মতো একটি দল এভাবে স্বৈরাচার ও ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেত না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত