সাকিব ইস্যুতে বারবার প্রশ্নের সম্মুখীন ক্রীড়া উপদেষ্টা

| আপডেট :  ১৫ অক্টোবর ২০২৪, ০২:২১  | প্রকাশিত :  ১৫ অক্টোবর ২০২৪, ০২:২১

যেখানে যাচ্ছেন সেখানে সাকিব আল হাসান ইস্যুতে কথা বলতে হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। রোববার (১৩ অক্টোরব) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। 

পরে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয় সাকিবের দেশে আসা-যাওয়ার নিরাপত্তা নিয়ে। মঙ্গলবার (১৫ অক্টোবর) একই প্রশ্নের মুখে হতে হয় ক্রীড়া উপদেষ্টাকে।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকের এক অনুষ্ঠানে যোগ দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় দলের সাবেক এ অধিনায়কের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইনি বিষয় তো আইনি বিষয়, এটা নিয়ে আমি কিছু বলতে পারব না। এর প্রথমটি হচ্ছে সাবজুডিস, দ্বিতীয়টি আইন মন্ত্রণালয় এ বিষয়ে কনসার্ন আছে, উত্তরটা দিতে পারবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘এটা আমাদের দায়িত্ব হলো, প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে, সেটা আমরা পালন করব। যেহেতু আমার মন্ত্রণালয় কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি আইনি বাধা আছে কি না দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত কোনো বাধা নেই।’

ক্রীড়া উপদেষ্টার মতে ‘কোর্ট যদি কোনো অর্ডার দেয়, সেটা কোর্টের বিষয়। এটা তো আর আমার বিষয় না। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার আইনি বাধা নেই।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত