মেহেরপুরে জেলা আ.লীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৭  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০২:৪৭

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গাংনী উপজেলা নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। এ কে এম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, র‍্যাবের একটি দল তাদের আটক করে থানায় সোপর্দ করেছে। আমরা তাদের আদালতে সোপর্দ করব। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চলমান কোনো মামলার আসামি না কি নতুন কোনো মামলার আসামি হিসেবে আদালতে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন, আপনারা আদালত থেকে জেনে নিবেন।

র‍্যাব ১২ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. আশরাফ উদ্দিন কালবেলাকে বলেন, গোপন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করতে তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থীত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছে। এ কারণে তাদের আটক করা হয়। আইনিপ্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত